সকল খবর দেশের খবর

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, ৫ আগস্ট সারাদেশে সাধারণ ছুটি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২০

প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ আগস্ট থেকে প্রতি বছর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে এবং দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি পালনের জন্য দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে ছুটি থাকবে। সেইসঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলোকে।

এ প্রসঙ্গে উপজেলা পরিষদের নির্বাহী প্রশাসন সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। মাঠ প্রশাসনকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল, যা আজও গণতান্ত্রিক চেতনাকে উজ্জীবিত করে। এবার রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় দিবসটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সরকারিভাবে উদযাপন শুরু হওয়ায় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণে থাকবে নতুন প্রজন্মের কাছেও।