কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে এক পরিবারের তিন সদস্যকে গণপিটুনিতে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার অন্তর্গত আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৭)। তারা একই পরিবারের সদস্য।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “স্থানীয়দের অভিযোগ, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায় তিনজনের মরদেহ বাড়ির আঙিনায় পড়ে আছে। আমরা ঘটনার পেছনের কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।