সকল খবর দেশের খবর

৫ আগস্ট উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’, অন্তর্বর্তী সরকারের ঘোষণা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১২

আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে জানানো হয়, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের উপস্থিতিতে এটি প্রকাশ করা হবে। উপস্থাপন অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও স্থান পরে জানানো হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুলাই ঘোষণাপত্র এখন আর ধারণা নয়, এটা বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষণা করা হবে।” নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আরও লেখেন, “ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে টিকিয়ে রেখে, এর বাস্তবায়নের পথ প্রশস্ত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”

গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে ঘোষণাপত্রটি তৈরির কাজ চলে আসছিল। খসড়াটি ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণআন্দোলনের সংগঠকদের কাছে পাঠানো হয়েছে।

ঘোষণাপত্রে মোট ২৬টি দফা রাখা হয়েছে। এর প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের ইতিহাসের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

শেষ পাঁচটি দফায় বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে— গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সংস্কার, গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার, আইনের শাসন ও মানবাধিকারের নিশ্চয়তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হবে।

জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এ ঘোষণাপত্রকে ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা হিসেবে দেখতে চায় অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট দলগুলো।