যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরত পাঠানোর সময় তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে ৬১ জন বাংলাদেশিকে দেশে পাঠানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত ৩৯ জন বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে বিভিন্ন সময় মোট ১৫৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠাল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে শুরু হওয়া এই নীতি এখনো অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।
এদিকে, ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।